-
বিষণ্ণতার নীল চাদর
বিষণ্ণতার নীল চাদর: জাহাঙ্গীর পানুর শব্দে জীবনের প্রতিচ্ছবি @ আলতাব হোসেন, সাহিত্য আলোচক ও সম্পাদক কবি জাহাঙ্গীর পানুর কাব্যগ্রন্থ ‘বিষণ্ণতার নীল চাদর’ এক গভীর আত্মমগ্নতায় জড়ানো অনুভবের সংকলন। এই গ্রন্থ যেন জীবনের নিভৃত বিষাদের এক শিল্পিত প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি শব্দ হয়ে উঠেছে একেকটি ক্ষতচিহ্ন। কবি তাঁর অভিজ্ঞতার পটে এঁকেছেন নীলাভ বিষণ্ণতার এক মোহময় আলেখ্য, যেখানে একদিকে নিজের অন্তর্দ্বন্দ্ব, অন্যদিকে সমাজের অন্তর্গত বিষাদের কথা বলেছেন। গ্রন্থটির নামের মধ্যেই লুকিয়ে আছে এক আকর্ষণীয় ব্যঞ্জনা। ‘বিষণ্ণতার নীল চাদর’ নামটি পাঠককে উদ্বুদ্ধ করে ভাবতে, এই নীল চাদরের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতিগুলো কেমন। প্রতিটি কবিতায় যেন বিষাদের এক সূক্ষ্ম ব্যাখ্যা লুকিয়ে আছে, যা মানবমনের গভীরতম…