• বিল-গাজনার-মাঠে
    কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

    বিল গাজনার মাঠে

    বিল গাজনার মাঠে জাহাঙ্গীর পানু   আমি দেখেছি কত রং বিল গাজনার  মাঠে যেখানে কৃষকের স্বপ্ন হাতছানি দিয়ে ডাকে। দেখেছি সোনালী ধানক্ষেত দিগন্তে জোড়া পেঁয়াজের কচি দানার আঁটি স্বযত্নে মোড়া।   সবুজ ধানক্ষেতে কৃষকের স্বপ্নের লুকোচুরি পাটের কচি পাতায় হাসে বসিয়া মুখোমুখি। পাটের নিড়ানি দিয়ে রাখে স্রষ্টার পানে হাত শক্ত কাণ্ডের উপর দাড়িয়ে অদুর ভবিষ্যৎ।   মনে পড়ে শৈশব কৈশরের কত রকম স্মৃতি সারি সারি বসে থাকা পেঁয়াজ রোপনের ছবি। পানি সেচে শুকিয়ে কোপায় জমি মনে খুব বল পেঁয়াজের কচি ডগায় হাসে সারা বছরের সম্বল।   পৌষ মাসের হাড়কাঁপানো শীতের সকাল কুয়াশার চাদরে ঢাকা পরে মাঠের ফসল। চৈত্র মাসে পেঁয়াজ…

error: Content is protected !!