• বিলম্ব
    কবিতা,  সাহিত্য

    বিলম্ব

    বিলম্ব রকিবুল হাসান   একদিন তুমি আমার কাছেআমার লেখা প্রেমের কবিতা শুনতে চেয়েছিলেমায়াময় কবিতাকিন্তু, আমি শোনাতে পারি নাই !কারণ আমি কবিতায় বাস্তবতার কথা লেখিতাই তোমাকে শোনাতে পারি নাইস্বরচিত প্রেমের কবিতা !কিন্তু জানো,এখন আমি বাস্তবিক কবিতার পাশাপাশিঅহরহ প্রেমের কবিতা লিখতে পারি ।নিজের লেখা প্রেমের কবিতামাঝে মাঝে নিজে কন্ঠেও ধারণ করিকিন্তু, আজ শোনার জন্য তুমি নেই !প্রেমের কবিতা আমি ঠিকই লিখলামতবে ততোদিনে তুমি অন্যের কবিতা শোনায় অভ্যস্ত।আমার কবিতা না হয় পরিত্যাক্তই থাককোন একদিন বন্ধু হয়ে এসোসেদিন তোমাকে শোনাব!অন্য কিছু নয়অবশেষে বন্ধুত্বের প্রত্যাশায় রইলামঅতীত না হয় অতীতেই থাক ।   ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

error: Content is protected !!