-
পদ্মা, বিবেক, গহন রাত, ইন্ট্রোভার্ট
পদ্মা খোন্দকার আমিনুজ্জামান হাত বাড়ালেই পদ্মা আমার প্রিয় নদীর নাম নদী ভাঙা গড়ার খেলা খেলে খেলে অবিরাম। তার ভালো লাগে খেলা ভালো লাগে ফুল ফল ফসল কাশফুলের দোলা তাই তো জীবনভর উর্বর পলি চারিদিকে ছড়ায় অবিরাম। তার ভালো লাগে চলা সমুদ্র পথে চলে দেখে ইলিশের দুরন্ত উজান চলা তাতে এলে স্বাদ স্বাস্থ্য বাড়ে বাড়ে ইলিশের দাম। ভালো লাগে গাঙচিল ভালো লাগে শাখা নদী খাল বিল এদের পেট ভরিয়ে তবেই সে ছোটে উদ্দাম। পদ্মা নদী নৌকা লঞ্চ স্টিমার চলে নিরবধি এজন্য দিতে হয় না কোনও দাম। তার যৎসামান্য নেওয়া অনেক অনেক বেশি দেওয়া তবুও মানুষ করে অনাচার অবিরাম। আরও পড়ুন…