-
বিপরীত হালচাল, হে মহা মহীয়ান, নীল-বেদনা
বিপরীত হালচাল মো: হাতেম আলী গুণী লোকের এই সমাজে সম্মান নাই আজি; দুষ্টু লোকের ফন্দী-ফিকির বাড়ছে ধান্দাবাজি। সদাচারের বড়োই অভাব চলা ফেরায় পশুর স্বভাব- অন্যের কাঁধে বন্দুক রেখে দেশ দরদী সাজি; কাজ-কর্মে’তে ফাকি দিয়েও ভাবে কাজের কাজী… সম্মান দিলে সম্মান মেলে শুনছি চিরকাল। এখন দেখছি সবই মেকি বিপরীত হালচাল। যাহার আছে অনেক টাকা অহংকারে সে চলে বাঁকা- সদায় ভাবে অন্যরা সব ছোট লোকের দল। আসল সম্মান তার’ই প্রাপ্য বাঁকিরা মাকাল ফল…! ছোটর মুখে বড় কথার ফুটছে যেনো খই; উলঙ্গ কৃষক মাথা ঠুকছে পাকা ধানে’তে মই। অসৎ লোকের পাল্লা ভারী করছে কাঁদা ছোঁড়াছুড়ি- চোর পুলিশে সখ্যতা আজ দেখছি সর্বত্রই; সুশিক্ষা…