-
বিপন্ন সমাজ
বিপন্ন সমাজ জাহাঙ্গীর পানু আকাশে শুক্লা দ্বাদশীর চাঁদনীলাবরণ জোস্না ছড়ায়।আষাঢ়ের জোস্না কখনও স্বচ্ছ কখনো আবারমেঘের আড়ালে ঢেকে যায়।ঝিঁঝিরা ডাকে কোন খেয়ালে কে জানেহুতোম পেঁচার অপলক চাহনিঅনেক কষ্টের না বলা কথামনের গহীনে দাগ কেটে যায়।ঝিরিঝিরি মৃদু হাওয়ায় মালতীর গন্ধশুনশান নিরবতা ভাঙে।মানবতার বিমূর্ত চিৎকার শুনেআৎকে উঠে ধরণী,সমাজপতিদের নিপীড়ন আর অপরাজনীতির বলি হয়পিছিয়ে পড়া জনগোষ্ঠী।শিক্ষা-দীক্ষা আর সুস্থ সংস্কৃতির অঙ্গনরাজাসন টিকে থাকার খাঁচায় বন্দি।দূর্নীতির করাল গ্রাসে থমকে আজ মাতৃভূমির বেড়ে উঠা।রাতের আকাশ ভারী হয়ে ওঠে ধর্ষিতনারীর আর্ত চিৎকারে।আইনের দরজায় কড়া নেড়ে নেই কোনো প্রতিকার।বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে!সমাজের আলোকবর্তিকা হাতে নিয়ে বিচরণকারীরা আজআপন নৈতিকতার অভাবে আদিষ্ট।জলসা ঘরের নর্তকীরা আজ রাষ্ট্রের নীতি নির্ধারক।বন্দিত্ব জীবন…