• বারবার-ফিরে-আসি
    কবিতা,  পথিক জামান,  সাহিত্য

    বারবার ফিরে আসি, আহবান

    বারবার ফিরে আসি পথিক জামান   অত সুখ নাই যত সুখ তুমি আশা করো এইখানে বাহারি বাড়ির রঙিন স্বপ্ন মরীচিকা হয়ে টানে। লাল নীল বাড়ি বড়বড় ঘর শত শত রাঙা পথ, বুকে হাত রেখে বলো তুমি আজ কতটুকু আছো সৎ। কিন্তু আমার গ্রামের চাষা? এতটুকু বলি শোন, জড়াজড়ি করে মিলেমিশে থাকে হিংসা রাখে না কোনো। তথায় আমার জীর্ণ কুটীর শীর্ণ শরীর মা, সেইতো আমার লালিত স্বপ্ন সাধের সবুজ গাঁ। আমার বাড়ির লাগোয়া পালানে কত শত ফুল ফোটে, সকাল সন্ধ্যা দলে দলে অলি মধু আহরণে জোটে। রোদে ঝিলমিল রূপালী শিশির আর শিশুদের হাসি, এসব দেখতে নীরবে নিভৃতে বারবার ফিরে আসি। বিলের…

error: Content is protected !!