• আমার-গ্রাম
    কবিতা,  সাহিত্য

    আমার গ্রাম, বাবা, নারী

    আমার গ্রাম দিলরুবা করিম   গ্রামখানি আমার সবুজ শ্যামলে ঘেরা পাশে বয়ে গেছে গাজনার বিলের ধারা। এখানে স্নিগ্ধ সকালে মৌসুমি ফুল ফোটে। শরতের আকাশে কাশফুলের ছায়া লুটে। হেমন্তের মাঠে সোনালি ফসলে কৃষকের ক্লান্ত মুখে ফুটে হাসি। আমার গ্রামের মাটিতে আমার প্রাণ আমি এই মাটিতেই খুঁজি নব জীবনের সন্ধান। এই গ্রামের মানুষেরা সবে মুক্ত উদার মনে হৃদয়ে তাদের জাগে আগামী দিনের আশা। এই গ্রামের এই মাটিতেই আমার প্রাণ,মধুর আমার ভাষা এই গ্রামেই আমার বাবা-মায়ের অন্তিম ডাক আসে, সেই ডাকাতে সাড়া দিয়ে নির্ভাবনায় ঘুমিয়ে তারা আছে। এই গ্রামেই আমি হারিয়ে যেতে চাই আমার কান্না হাসির অস্তিত্বের মাঝে।   বাবা বাবা, তোমায় খুঁজি…

error: Content is protected !!