-
নতুন জলের ঘ্রাণ
নতুন জলের ঘ্রাণ ___// ফজলুল হক পথটি ছিল অভিন্ন বেড়ে গ্যাছে দূরত্ব; মনে পড়ে? অযুত অভিমানে মুখ লুকিয়ে অপেক্ষা করতে একটা চেনা কণ্ঠস্বরের জন্যে, সোনালি স্বপ্নের হাতছানিতে তোমার তুমিতে নতজানু হয়েছো যতো, মহাকালের স্রোতে পাশে ডেকে তারচেয়ে বেশি করেছো ঋণী। ইদানীং হোঁচট খাই অথচ এ পথেই একদিন পদধাপ ফেলতাম তোমারই নামে। পুরাতন কাঁথার নকশী সুতোর ঘ্রাণ তোমাকে আর আকৃষ্ট করে না, নতুন জলের ঘ্রাণে উড়িয়ে দিয়েছো রঙিন পাল। ভুল করে হয়ত ভুলে গ্যাছো সেই দিনগুলোর কথা- অনিদ্রার অযুহাতে জেগে জেগে তারা গুনতে বর্ধিত ভালোবাসার নামে, মান ভাঙাতে জড়িয়ে দিতে অনুরাগের কোমল ছোঁয়া। সেই তুমি কী এক ব্যগ্রতায় রচনা…