-
প্রশ্ন
প্রশ্ন জাহাঙ্গীর পানু দাঁড়িয়ে পদ্মার তীরে তাকিয়ে দিগন্তে চৌহদ্দির দৃষ্টি সীমারেখায় সাথে নিয়ে বুকেচাপা ব্যথার দীর্ঘ নিঃশ্বাস পথহারা পাখিদের দিকবিদিক ছোটাছুটি স্বাধীন উত্তাল তরঙ্গের পথচলার পানে চেয়ে ভাবুক এ মনের গহীনে বিশাল এক প্রশ্ন উঁকি দেয়- স্বাধীনতা পেয়েও আমরা কি স্বাধীন? তবে কেন- মাজলুম শোষিত নিপীড়িত মানুষের আর্তনাদ চারিদিকে বুভুক্ষু মানুষের মিছিল । সু শিক্ষার অভাবে পথহারা নতুন প্রজন্ম আজ মুঠোভিশনের জেলখানায় বন্দি। গণতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্রের অপশাসন নতুন কৌশলে আবার নব্য হানাদারদের আগমন। যত্রতত্র বুলেটের কি ব্যক্তিগত ব্যবহার! ফিনকি দিয়ে রক্ত ঝরে, রক্তিম রাজপথ মাটিতে লুটিয়ে পরে কত মায়ের স্বপ্নরথ। বারংবার স্বদেশের মাটি কেঁপে ওঠে ধর্ষিত নারীর আর্তচিৎকারে। প্রতিবাদের নেই কোন উপায়!…