• প্রণোদনা
    ছড়া,  সাহিত্য

    প্রণোদনা

    প্রণোদনা জাহাঙ্গীর পানু   সকাল বেলা চেয়ারম্যান সাহেব বলল সবার শানে। প্রণোদনা দেবো আমি বিলিয়ে সবার মাঝে। কেউবা পাবে নগদ টাকা কেউবা পাবে চাল। কেউবা আবার কাপড় চোপর কেউবা পাবে ডাল। মনির বাপ শুনিয়া কহে প্রণোদনা কী? সব বুঝিয়া বলল শেষে রিলিফের মতোনই। চামচারা কয় কাগজপত্র লাগবে সবারই। ভোটার আইডি বয়স্ক কার্ড যার যা আছে নি। কাগজপত্র দিল সবাই চেয়ারম্যানের হাতে। খরচাখরচ হলো কিছু ফটোকপিতে। চামচারা কয় উপজেলায় খরচাপাতি আছে। একশত করে টাকা সবাই দাও আমার কাছে। সপ্তাহ গিয়ে মাস এলো দুই মাস গত হলো। প্রণোদনা পায় না কেহ ক্ষুধায় কষ্ট পেলো। চামচারা কয় অফিসে কাজ যে আছে খুব। দেরি…

error: Content is protected !!