-
প্রকৃতিতে হবো লীন, প্রকৃতি আমার ভালোবাসা
প্রকৃতিতে হবো লীন খোন্দকার হুমায়ূন কবীর ফের যদি আমি জন্মই নিই জন্মই নিই কভু প্রকৃতির মাঝে লীন যেন হই মিনতি জানাই প্রভু। প্রকৃতি আমার প্রেম ভালোবাসা প্রকৃতি আমার আশা প্রকৃতি আমারে বাহুডোরে বেঁধে কণ্ঠে দিয়েছে ভাষা। প্রকৃতিকে আমি ভালোবেসে তাই হতে চাই নদ-নদী বুক ভরা জলে কুলকুল রবে বয়ে যাবো নিরবধি। নদী যদি হই পাল তুলে বুকে বয়ে যাবে নাও কত! মনোলোভা সেই দৃশ্য হেরে হারাবোই অবিরত। নদীর পাড়ের ঘন বন হতেও আমার ইচ্ছে করে হাজারো পাখি কলকাকলিতে মুখর করবে স্বরে। পাখিদের সুরে সুর মিলিয়ে আমিও গাইব গান মনের খুশিতে সে গানের তালে ভরিয়ে তুলব প্রাণ। বনের পাড়ের পাহাড়ও…