-
পৃথিবীর মন ভালো নেই
পৃথিবীর মন ভালো নেই শাহানাজ মিজান পৃথিবীর মন ভালো নেই, স্তব্ধ আজ জোনাক জ্বলা রাত্রি। ভ্রমরের গুঞ্জনে মূখরিত ছিলো যে পথ, অসহায় দৃষ্টিতে শুধু চেয়ে থাকি, এ পথের শেষ কোথায়? ক্লান্ত ঘড়ির কাটা, ক্লান্তিহীন ঘুরছে। কতো কতো ইচ্ছে গুলো উকি দিয়ে যাচ্ছে বারে বার। কতো কথা, কতো ব্যাথা মনে মনেই খেলছে লুকোচুরি। দিগন্ত বিস্তৃত হলুদ শষ্য ক্ষেত, সেখানেও অন্তহীন নিঃসঙ্গতা স্বার্থপর পৃথিবীতে পর হয়েছে, যে ছিলো আপন সহযাত্রী। শ্রাবণ আকাশের লুকোচুরি খেলা রোদে, কিংবা হঠাৎ এক পশলা বৃষ্টিতে ভেজা হয়নি বহুদিন। আজো আকাশে ছিলো, জোছনার মাখামাখি। দুজন দুজনের হাত ধরে দাঁড়াতে পারিনি, ছাদের ঐ কার্নিশে ঊষর…