-
পান পেয়ালা শূন্য, নৈতিকতা প্রশ্নবিদ্ধ
পান পেয়ালা শূন্য মো. হাতেম আলী উজান চরে বসত করে নদী পাড়ের ভৃত্য নেই যে তাদের বসত বাড়ি নেই যে আহার নিত্য ; চারপাশে’তে থৈ থৈ পানি কানে ভাসে কলকল ধ্বনি- নদী পাড়ে আচড়ে পড়ে শ্রাবN মেঘের দৈত্য বাঁচার আশায় টঙের মাচায় বাস করে অগত্য…। ভাটির গাঁয়ে যাচ্ছে মাঝি পাল তুলে নৌকায় ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে সুরের মূর্ছনায় ; ব্যস্ত মাঝি বৈঠা হাতে যাত্রী নামায় ঘাটে ঘাটে- এপাড় ভাঙে ওপাড় গড়ে কালের ইশারায় কুল খুঁজে পায় জীবন নদী ভাটির মোহনায়…। বনের পাখি বনেই মানায় সুখ সে কি পায় অন্য সাগর ভরা জল তবু তার পান পেয়ালা শূন্য ; সুখ…