• কবিতা,  সাহিত্য

    পাখিদের কথা

    পাখিদের কথা আলী হাসান     গিয়েছিলাম আমি পাখিদের কাছে শুনলাম কথা কত! শুনেছি শুধু? দু:খ পেয়েছি হৃদয় হয়েছে ক্ষত।   এক পাখি এসে বলছে ডেকে শোনরে শোন পাখি, মানুষই তো বলে আমাদের নাকি খুব সুন্দর আখি?   যদি গান গাই, এই গান শুনে কবিতা ছন্দ তোলে, ওদের স্বার্থে তবে কেন ভাই আমাদের তারা ভোলে?   মোরা কি মানুষে এতো ক্ষতি করি? সুন্দর দেই বুলি, নিষ্ঠুর মানব তবে কেন এসে আমাদের করে গুলি?   আমি যে কোকিল কুহু কুহু গাই বসন্ত দেই নাড়া, বংশ বাড়াতে পর বাসা যাই একটু ভাবেনা তারা।   কাকের বাসায় ডিম পাড়ি আমি ভালোবাসি কাক ভাই,…

error: Content is protected !!