• সুশিক্ষার-অভাব
    কবিতা,  মো: হাতেম আলী,  সাহিত্য

    সুশিক্ষার অভাব, ন্যায়ের যুদ্ধ, আমার জন্মভূমি

    সুশিক্ষার অভাব মো: হাতেম আলী   জীবন নামক ঘর সংসারে ধরে যদি ভাঙন, পর হয়ে যায় রক্তের ভাই ছিন্ন করে বাঁধন। গরু-বাছুর ছাগল-ভেড়া বসত ভিটা ঘর , ভাগ করে নেয় ধন সম্পদ আসবাব ফার্নিচার। বাবা-মা’ও আজ ভাগের পণ্য ভিন্ন পরস্পর , মা থাকে এক ছেলের ঘরে বাবায় অন্যত্তর। ভাই দেখে না ভাইয়ের মুখ আচার অনুষ্ঠানে , বোনের বাড়ী বোন যায় না মৃত্যু সংবাদ শুনে। সামাজিকতা হারিয়ে গেছে অসভ্য ছোঁয়ায় কুশিক্ষার প্রভাবেই সমাজ তাইতো হচ্ছে ক্ষয়। শিক্ষা শুধুই জ্ঞানচর্চা নয় শিক্ষা হল আলো, সুশিক্ষার পরশ পাথরেই আলোর প্রদীপ জ্বালো। আরও পড়ুন মো: হাতেম আলীর কবিতা- পাশ্চাত্য শিক্ষা নতুন কুঁড়ি সুখ-সরোবর  …

error: Content is protected !!