-
নিঃসঙ্গতা
নিঃসঙ্গতা জাহাঙ্গীর পানু তোমাকে তুমি বলার অধিকারটি দাওনি কখনও আচমকা কোন এক মধ্য রাতে তোমার দরজায় কড়া নেড়ে ডেকেছিলুম তুমি বলে নিবিড় একনিষ্ঠ চিত্তে তাকিয়েছিলে অনেকক্ষণ রাগ না অভিমান বুঝতে পারিনি সেদিন তারপর থেকে একটু আধটু করে তুমি বলা শুরু আসলে উদ্ধত যৌবনের দিনগুলোতে সমবয়সী কোন রমণীকে তুমি বলার মধ্যে মনের ভিতরে অসম্ভব ভাললাগা কাজ করে সেটা বর্ণাতীত ব্যাপার। তারপর কেটে গেছে অনেকদিন স্বপ্নের মায়াজাল বোনা বেদনাতীত দিনগুলো কল্পনায় ভাসিয়ে নিয়ে গেছে বহুদূর পৌরাণিক চরিত্রের কাল্পনিক নায়কের মতো সুবিশাল প্রশস্ত দুবাহু ছড়িয়ে ডেকেছি উন্মুক্ত বক্ষে জড়িয়ে নিয়েছি মৌমিতার সুগন্ধি তোমার শরীরের সোঁদা গন্ধে হারিয়ে গিয়েছি ক্ষণকালের জন্য। এমন সুগন্ধ পৃথিবীতে…