-
নতুন প্রাণের সন্ধানে
নতুন প্রাণের সন্ধানে জাহাঙ্গীর পানু এসো হে নবীন প্রজন্ম এসো দেশ মাতৃকার ভালোবাসার টানে এসো দূর্নীতির বিষবৃক্ষ উপরে ফেলি তাকিয়ে নতুন দিনের পানে। আজি এ মাতৃভূমির মায়াভরা মাটি সেতো আমাদের সোনার চেয়েও খাঁটি আগাছায় ভরে গেছে এ রক্তমাখা জনপদ শকুনের কালো দৃষ্টি পড়েছে মানচিত্রে দ্বিধাহীন চলছে সবাই লাল সূর্যের রক্তেগড়া লালসবুজের পতাকা পদতলে মাড়িয়ে অনুর্বর হয়ে গেছে আজ অবহেলায় অযত্নে ফলাই নতুন ফসল শ্রমলদ্ধ গানে। আজি এ প্রভাতের নতুন সূর্য আর তারাদের সাথী করে, তারুণ্যের জয়গান গাহি মোরা নতুন প্রাণের সন্ধানে। আরও পড়ুন কবিতা আলো আঁধার ইউনিয়ন মানিকহাট ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে