• কবিতা,  মোহাম্মদ আব্দুল বাছেত,  সাহিত্য

     ধূসর শৈশব

    ধূসর শৈশব মোহাম্মদ আব্দুল বাছেত   বিদ্যাপীঠে তালাগুলো বহুদিন ঝুলছে করোনায় আটকানো কিছুতে না খুলছে! গুরু আর শিষ্যেরা বসতো যেখানে ধুলোর আস্তরণ আজি পড়ে গেছে সেখানে! ধূসরিত মুখগুলো ধূসর খাতা বই শ্মশানের নিস্তব্ধতায় থেমে গেছে হৈচৈ ! বুকে শুধুই হাহাকার যাঁরা দিত শিক্ষা কচি কচি মুখগুলো কোথা পাবে দীক্ষা? ঘরের কোনেতে কাঁদে দুরন্ত শৈশব খেলার মাঠ কতদূর ? দূরে খাতা বই সব ! মাঠ নেই ,পাঠ নেই, দেব শিশু নিঃস্ব ঘরের কোনেতে লুকায় শত্রু যে অদৃশ্য! জানালা খুলে দেখে সুদূরের আকাশে তারাগুলো নিষ্প্রভ চাঁদ খানিও ফ্যাকাশে! সকাল হারিয়ে গেছে বিকালের সূর্যে তবে কেন বসে থাকা যেতে হবে দূর যে! জরা…

error: Content is protected !!