• দাঁড়িয়ে-আছি-ভুল-দরজায়
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    দাঁড়িয়ে আছি ভুল দরজায়, প্রশ্ন তোমাকে

    দাঁড়িয়ে আছি ভুল দরজায় ফজলুল হক   রাত গভীর না হলে সমুদ্রের রহস্য যেন বোঝা যায় না, আমিও অপেক্ষায় ছিলাম অতঃপর ভোর হয় সূৃর্যের আলো গায়ে ফোটে তখন বুঝতে পারি আমিও যে বেঁচে আছি। সময় হারিয়ে যায় ভালোবাসায় মেঘ জমে অবেলায় চোখও হারিয়ে ফেলে নির্ভার চেয়ে থাকার অধিকার; অজানা ঝড়ে অভিন্ন ঠিকানাও বয়ে চলে ভিন্ন পথে, তবুও ভৌগলিক সীমানার গণ্ডি পেরিয়ে ভালোবাসা ডেকে যায় চেনা সুরে ভুল মানুষের ভুল দরজায়। ফিরিয়ে নিলাম কথা নিয়তির নিয়ম মেনে তোমাকে আর ভাববো না, ওষ্ঠে আগুন জ্বালিয়ে বেদনার অশ্রু শুকিয়ে নিব, হৃদয়ে পাথর চেপে অনুভূতিকে শ্বাসরুদ্ধ করে রাখব আমৃত্যু চোখে বেঁধে রাখব কালো কাপড়;…

error: Content is protected !!