-
তোমার ভালোবাসায়, ভালোবাসার প্রতিদান, বেদনার দান
তোমার ভালোবাসায় কে এম আশরাফুল ইসলাম অবচেতন মনে অতি গোপনে নন্দন কাননের প্রত্যাশায়, ছিল ক্ষণে ক্ষণে অস্ফুটকলি ফুটিবে সুবাসি ভালোবাসায়! সেই হতে প্রাণ করে আনচান কোথায় বাঁধিয়া নিবাস, আমারই পরাণ প্রসারি আঁচল প্রতীক্ষিত দীঘল কেশপাশ, হইয়া এলোকেশী আমাকেই ভালোবাসি বলিবে এ বুকে আয়, ষোলকলায় পূর্ণিশশী উতলা সিন্ধু দু’কূল ছায়ে মিলিবে মোহনায়! তৃষিত হিয়া ডাকিয়া প্রিয়-প্রিয়া বসন্তরাগে ঝিলিমিলি, কাঁদে বিরহিয়া তুমি এলে হেথায় অব্যক্ত শ্যেনের ডানা মেলি! কপোত কপোতি দেখিয়া মাতামাতি লাজেতে লুকায় বনে, না পোহাতেই রাতি নিজকে পেলাম কঙ্কালসার কবরস্থানে! ঝরে কি আঁখি অর্পিত পাখি যাহাকেই দিয়েছিলে জীবন, করিয়া চালাকি তাহারই সমাধিতে হেয়ালি পুষ্প অর্পণ! আরও পড়ুন কে এম…