-
তৃষিত নয়নের ভাষা
তৃষিত নয়নের ভাষা ফজলুল হক অনুচ্চারিত শব্দের নিঃশব্দে ফিরে আসি বারবার অব্যক্ত থেকে গেলো জীবনের কথাগুলো। বন্ধুর পথ ভেবে হয়নি জানতে চাওয়া, অভেদ্য আঁধার ভেঙে কিছু ক্ষতি মেনে নিয়ে পারো কি-না অনিগড়িত জীবনের সাথী হতে, যেমনটি হলে প্রাতঃস্নানে পরিশুদ্ধ হয়ে মুখোমুখি হওয়া যায় দুজনে পূজোর আসনে। আকাশের নীল ছায়ায় সদ্যস্নাতার মতো অপেক্ষায় দেখেছি সেদিন বৃষ্টিস্নাত বিকেলে, সৌন্দর্যের দেবী যেনো তোমাকেই প্রণাম করছিল। গভীর অরণ্যের মতো ঘন কালো কেশের মৌ মৌ গন্ধ আজও বাতাসে ভেসে ভেসে আসে, হরিণী চোখের ব্যাকুলতা বাসনা জড়ানো ওষ্ঠের অকৃপণ হাসি আমার দরিদ্র ইচ্ছেকে কিছু প্রশ্ন করে গেছে। ওষ্ঠ ছোঁয়া অমৃত জলে ক্লান্ত পিপাসার আহ্বানের মতো…