-
তুমি যদি চাও
তুমি যদি চাও জাহাঙ্গীর পানু হরিণ নয়না আঁখি তোমার আর মেঘবরণ চুল স্বচ্ছ কালো দীঘির জলের ফোটা পদ্ম ফুল, মেঘবরণ কালো কেশে দিয়ে রাঙা বুনোফুল কর্ণে তোমার শোভা পাবে ঘাসফুলের দুল। যদি চাও, গভীর রাতে নির্জন দ্বীপে প্রদীপ হাতে যাবো ঝিনুক কুড়ে মুক্তো এনে তোমার হাতে দিবো, রঙধনুর সাত রঙের মালা গলায় পড়াবো আকাশ থেকে তারা এনে কপাল সাজাবো। যদি চাও অথৈ সাগর পাড়ি দিয়ে বাণিজ্যিতে যাবো হিরা-মানিক জহরতের গহনা এনে দেবো কৃঞ্চচূড়ার রঙে তোমার হাতটি রাঙাবো চন্দ্র হতে জোছনা চেয়ে তোমাকে দিবো। তুমি চাইলে, নিশাচর পাখি হয়ে তোমার পানে রবো প্রভাত ফেরীর পাখি হয়ে ঘুম ভাঙাবো, হেমন্তের সোনাঝরা…