-
শাপলাদিঘির পাড়ে, দু-হাত বাড়িয়ে, তুমি যত উন্নত, রূপকন্যা
শাপলাদিঘির পাড়ে খোন্দকার আমিনুজ্জামান নীরবে নির্জনে শাপলাদিঘির পাড়ে এসো বন্ধু দেখা হবে তমাল-তলাতে। পড়ন্ত বিকেলে, শোভিত পত্র-পল্লবে আসিবো চলতে চলতে পারিনি যা বলতে তাও বলিবো তুমি এলে বসবো দুজনে দিঘির চালাতে। সময় চেয়েছিলে কথা দিতে বলেছিলে খোলা মনে বলিও তুমি পুষ্পিত পরশে নৈসর্গিক এই স্বর্গে কিছু কথা বলবো আমি কথা হলে দুজনে, জানি বদল হবে মালা গলাতে। বসন্ত বিলাসে খোলা সমীকরণে বসিবো গল্প-কল্প-সুর আর গানে ভাসিবো এসো বন্ধু তোমার মোহন গান জাগবে গলাতে। আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা- ভালোবাসার গ্রাম হৃদয় ভেঙে যায় কবি ও কবিতা দেশের মাটি দু-হাত বাড়িয়ে দু-হাত বাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে রয়েছি বন্ধু…