-
বিরঞ্জনা, রয় গোপনে সবার মনে,তাহার ভালোবাসায়
বিরঞ্জনা কে এম আশরাফুল ইসলাম বিরঞ্জনা মোর ঠিকানা কেমনে ভুলিলে হায়, সুরঞ্জনা বর্ণবিহারী দূর আকাশ নীলিমায়! মেঘের পাখায় সমীরের ছোঁয়ায় বিজলী চমকে ধাও, শিশিরের ভেলায় আরোহণ করে মুক্তো হয়ে হাসাও! উঠিলে রবি হারায় ছবি রিক্ততায় দোলে ঘাস, তথৈ পৃথিবী কাষ্ঠ হাসিতে মরুতে খোঁজে নিবাস! ফোটে কলি না না আসে অলি সবুজে নাচে সাদা, না করে কেলি শূন্য সায়রে চৈতি আবেশে কাদা! লঙ্ঘিয়া বারণ হইলে চারণ অযাচিত শ্বাপদের, কাঁদে অকারণ করিয়া স্মরণ হৃত বিরঞ্জনা হৃদের! বর্ণনাশী সর্বনাশী বিরূপ মাতাল হাওয়ায়, ভালোবাসি গলার ফাঁসি বিরঞ্জনার ভালোবাসায়। ও বুকে ঢেউ সিন্ধুতে কেউ অবাধ্য নিম্নচাপের লীলা, করে কেঁউ কেঁউ অশান্ত মান্সে অসহায়ের অশ্রুমালা!…