• তবুও-ভালোবাসলাম-শেষ-পর্ব
    গল্প,  সাহিত্য

    তবুও ভালোবাসলাম (শেষ পর্ব)

    তবুও ভালোবাসলাম (শেষ পর্ব) শাহানাজ মিজান   ইমনের মা ডাক্তারের অনুমতি নিয়ে ফারিহাকে একটু নরম ভাত খাওয়ালো, খাওয়ার সাথে সাথে বমি হয়ে গেল। ইমন আরো অস্থির হয়ে গেল। মাকে বারান্দায় ডেকে নিয়ে বললো- মা, ফারিহা কি বাঁচবেনা ? মা রেগে ওর দিকে তাকিয়ে চলে গেল। ইমন মনে মনে ভাবছে- সবাই শুধু আমার সাথেই কেন রাগ করছে? আমি তো বার বার ফারিহাকে বাসায় যেতে বলেছি, ও কেন গেল না। আরো দুদিন পর, আজ ফারিহা অনেকটাই সুস্থ। ইমন ফারিহার হাত ধরে আছে। ইমন: তুমি এখনো আমার উপর রেগে আছো? (হঠাৎ তুমি করে কথা বলছে)। ফারিহা: কেন রেগে থাকবো না? ইমন: কেন রেগে…

  • তবুও-ভালোবাসলাম-২য়-পর্ব
    গল্প,  সাহিত্য

    তবুও ভালোবাসলাম (২য় পর্ব)

    তবুও ভালোবাসলাম (২য় পর্ব) শাহানাজ মিজান   ফারিহা: তা কি বাচাতে বিয়ে করতে বাধ্য হলেন? বাবার জীবন নাকি সম্পত্তি? ইমন: মানে? ফারিহা: মানে, আপনার বাবা আপনাকে ত্যাজ্য করতে চেয়েছেন মানে তো সবকিছু থেকেই আপনি বঞ্চিত হতেন- তাই বলছিলাম। ইমন: বিশ্বাস করুন, বাবা মা, ছোট বোন সবাইকে আমি খুবই ভালোবাসি – – – – ফারিহা: আর বন্যাকে? ইমন:( থতমত করে) হ্যা, আমি বন্যাকেও খুব ভালোবাসি কিন্তু বাবা কিছুতেই আমার কোন কথা শুনতে চাইলেন না। ফারিহা: তো এখন কি করতে চাইছেন? ইমন: কি করবো? ফারিহা: আমার সাথে সংসার করবেন নাকি করবেননা? ইমন; আমি ঠিক বুঝতে পারছিনা কি করবো। ফারিহা: আশ্চর্য মানুষ আপনি,…

  • তবুও-ভালবাসলাম-১ম-পর্ব
    গল্প,  সাহিত্য

    তবুও ভালোবাসলাম (১ম পর্ব)

    তবুও ভালোবাসলাম (১ম পর্ব) শাহানাজ মিজান   ফারিহা অনেকক্ষণ ধরে বসে আছে বাসর ঘরে। বিয়ে বাড়িতে আগতো সমস্ত মেহমান হয়তো ঘুমিয়ে গেছে। আর কারো কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছেনা। ফারিহা ওয়ালক্লকটার দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় তিনটে বাজে। ফেব্রুয়ারি মাস। শেষ রাতে বেশ শীত শীত লাগছে। সেই রাত বারটার আগেই সবাই ফারিহাকে বাসর ঘরে বসিয়ে দিয়ে গেল কিন্তু এত রাত হয়ে গেল ইমন এখনো এলো না। বারান্দায় বসে আছে। এই শীতের মধ্যে বারান্দায় এভাবে বসে আছে, ঠান্ডা লেগে যাবে। ফারিহা সবই বুঝতে পারছে আর ভাবছে – আমার কি একবার যাওয়া উচিৎ?  ইমন একটার পর একটা সিগারেট খেয়েই যাচ্ছে। ফারিহা এসে ডাকলো- …

error: Content is protected !!