-
জ্বালাও তোমার অগ্নি মশাল, তুমিতো তুমি-ই, ঝড়ের পূর্বাভাস, ক্ষণিকের অতিথি
জ্বালাও তোমার অগ্নি মশাল পথিক জামান আমার দু’চোখে বিন্দু বিন্দু জল কখনো তা গড়িয়ে পড়ে নিঃশব্দে নীরবে। সর্বদা অন্তরে তীব্র দহন প্রশ্ন রাখি, এই কি স্বাধীন দেশ? কোথায় তোমার স্বকীয়তা? কোথায় তোমার জাতীয়তাবোধ? আত্মমর্যাদাবোধ ধুলোয় ভূলুণ্ঠিত আজ, সে হুঁশও হারিয়ে বসে আছি বহুকাল আগে। কী আর আছে তোমার আমার। গর্বিত জাতির এ-কি করুণ অবক্ষয়। এমন তোষণ নীতি শোষণের অশনি সংকেত ভয়ে তাই কেঁপে ওঠে বুক, আবার ঘৃণাও ক্ষোভের অগ্নি শিখা পুড়িয়ে মারে কোটি জনতা কিন্তু আমরা আজ বড় অসহায় জেগে ওঠো বীরজনতা জ্বালাও তোমার অগ্নি মশাল বিপথগামী পথযাত্রীকে টেনে আনো আলোর পথে। শোনাও তাদের অতীত ইতিহাস, শোনাও তাদের গোলাভরা…