• গল্প,  রাতুল হাসান জয় (গল্প),  সাহিত্য

    জীবনের উপহাস (১ম পর্ব)

    জীবনের উপহাস (১ম পর্ব) রাতুল হাসান জয়   পড়ার টেবিলে বসে রাজ্যের মন খারাপ নিয়ে আমায় জিজ্ঞেস করলো আর্শি। ~ মাস্টারদা আপনি বাবাকে বলেছেন আর পড়াতে আসবেন না। কেন? কোন কথার উত্তর না দিয়ে বইটা বের করে চূড়ান্ত হিসাব করতে দিলাম। সে চুপচাপ বসে রইলো। তার হাত কাঁপছে। বুকের ভিতর অনেক না বলা কথা জমে আছে যার জন্য, তার সামনে থেকেও বলতে না পারলে এমন হাত পা কাঁপে। আর্শি চোখের জল লুকাচ্ছে। নাক টানছে বারবার। সে জানে আজকেই শেষ আজকের পর আর দেখা হবে না কখনো। ~ মাস্টারদা আমায় নিয়ে পালাবেন? যেমন রাখবেন তেমন থাকবো শুধু পাশে রাখবেন আজীবন। ~…

error: Content is protected !!