-
জগা ও পিসি
জগা ও পিসি জিন্নাত আরা রোজী জগার পিসি নাইকো বাড়ি জল আনতে কলসি কাঁখে গেছে নদীর বাঁকে। সারা বাড়ি ঘুরে জগা মিছেই বসে কাঁদে। পাশের বাড়ির মিনতি এসে জগার কানে বলে কাঁদছো কেন মিছে? পিসি নদীর বাঁকে। আলাভোলা জগা তখন ঠোঁট বাঁকিয়ে হাসে। সারা বাড়ির উঠোন জুড়ে ধান শালিক আর চড়াই পাখি নাচে জগা তাহার পিছে পিছে ছোটে। পিসি এসে বলে কিরে বাবা কাঁদছিস কেন মিছে? পাশের ঘরেই পিসেমশাই ফঁসফঁসিয়ে নাগ ডেকে ঘুমায় দেখতে পাচ্ছিস না চোখে? সারাটি কাল এমন বোকা হলে চলবি কেমন করে? বদমাশ আর চতুররেতে জগত গেছে ভরে তাদের মাঝে থাকতে হলে…