• ঘুমিয়ে-আছো
    কবিতা,  রমজান আলী খাঁন,  সাহিত্য

    ঘুমিয়ে আছো, মফিজ

    মোঃ রমজান আলী খাঁন ঘুমিয়ে আছো এইখানেতে ঘুমিয়ে আছো আমাকে একা ফেলে, তোমার খোকা কেঁদে শুধু তোমারই কথা বলে। কেঁদে বলে, বলোনা বাবা কোথায় মা জননী, দেখে আসি আমার মাকে বলোনা একটু শুনি। কতোদিন হলো মা জননী বলেনা আমার কথা, আমি যে খুঁজি আমার মাকে গিয়ে যথাতথা, খোকার কথার জবাব না দিয়ে চুপ করে বসে থাকি, তুমিই বলোনা খোকার এভাবে কতদিন দেব ফাঁকি? গামছা দিয়ে চোখ মুছায়ে আদর করে দেই চুমা, আদর করে খানা খাওয়ায়ে বলি বাছারে। তোমার কথা স্মরণ হলে অশ্রুতে ভাসে বুক, তুমি এমনই স্বার্থপর যেন খুঁজে নিয়েছে সুখ। যখন তোমাকে এনেছিনু ঘরে ছিলে তুমি এতটুকু, আদর করে…

error: Content is protected !!