• গোলাম-রহমত-আলী-চিশতি
    চরদুলাই,  দুলাই,  লেখক পরিচিতি,  সাহিত্য

    গোলাম রহমত আলী চিশতি

    গোলাম রহমত আলী চিশতি   লোকসংগীত শিল্পী গোলাম রহমত আলী চিশতি ১৯০৫ সালের ১ জানুয়ারি, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত দুলাই ইউনিয়নের  চরদুলাই গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হাশেম প্রামাণিক এবং মাতার নাম আমেনা খাতুন।  বাল্যকাল থেকেই গানের প্রতি তাঁর ছিল বিশেষ ঝোঁক, কোনো গানের দল এলাকার আশেপাশে এলেই ছুটে চলে যেতেন, তাদের গান শুনতেন, নিজে গুনগুনিয়ে গাইতেন। তবে ১৯৩৬ সালের গানের হাতেখড়ি শুরু হয় আহম্মদ ইউনিয়নের  চরগোবিন্দপুর গ্রামের ওস্তাদ গুপী শাহের হাত ধরে। এরপর তিনি যাত্রাপালায় গান ও হারমোনিয়াম মাস্টার হিসেবে নিয়মিত হন। তিনি অভিনয় জগতেও নিজের অবস্থান শক্ত করতে সক্ষম হয়েছিলেন, বেহুলা-লক্ষীন্দর পালায় তিনি লক্ষীন্দরের ভূমিকায় অভিনয়…

error: Content is protected !!