-
শব্দহীন যাত্রা, হৃদয়ের জোছনা, বিষ
শব্দহীন যাত্রা জাহাঙ্গীর পানু একটা ক্ষণ চাই, শুভক্ষণ। যদিও আমি ক্ষণজন্মা মানুষ নই। তবুও আমি বারবার খুঁজে ফিরি আপন পথ। আমি জোস্নার একরাশ নীলাভ আলোয়; নিজেকে খুঁজে ফিরি। আমি আমাবস্যার তিমির অন্ধকারেও দেখি নিজের স্বত্ত্বা। পথহারা পথিক আমি, আমি বরষায় বাদল মুখর রজনীতে মিলাতে চাই; আমার গানের রাগিনী। কিন্তু, আমার আজন্ম লালিত অধরা স্বপ্ন ; স্বপ্নই রয়ে গেল। হৃদয়ের জোছনা যখন – কবিতার খাতা খুলি উষ্ণ আবেশে ভরে যায় মন বিষাদের পথ ভুলি। তারপর- তৃতীয়া তিথীর আবছায়াতে থমকে যায় উচ্ছল পৃথিবী, তখন- হৃদয়ের জোছনার মলিন আলোয় নিঃশব্দে পথ চলি। বিষ জোছনা মাখা গভীর রাতে শূন্য চোখে আপন…