• গাজনা-বিলের-ধান
    কবিতা,  সাহিত্য

    গাজনা বিলের ধান

    গাজনা বিলের ধান মো. শরিফুল ইসলাম   আমার এ সোনার ধান রবে কি মাঠে পরে? যারে ফলবার জন্য আমি অঙ্গ দিয়েছি ঝরে রাত নেই আমার, দিন নেই আমার, করেছি তারে যতন যেনো দেখে বলে তারে হয়েছে মনের মতন। কতো করেছি যতোন তার হতে দেয়নি রোগা দেখলে কোন শঙ্কা সংশয় দিয়েছি কতো জোগা। ডোপ কাঁধে নিয়ে কতো দিয়েছি ধানের ক্ষেতে বিষ কতো নিড়ানি দিয়েছি আমি যতনে অহর্নিশ। ফলবে সোনার ফসল আমার ঘুচবে মোর বেদনা মুছে যাবে ক্লান্তি হতাশা যতো দূর্ভোগ যাতনা। বারে বারে আসি ছুটে আমি দেখতে ইহার রূপ আমার দিকে তাকিয়ে হাসে খলখল করে খুব। দেখে আমার মন ভরে যায়…

error: Content is protected !!