-
কেয়ামত
কেয়ামত এ এফ এম মনিরুল ইসলাম তরুন পরনের পোশাক খুলে করবে বিবস্ত্র গোসল শেষে পড়াবে কাফন, সাদা রঙের বস্ত্র। আতর গোলাপ সুরমা মেখে অবস্থান খাটিয়া প্রিয়জন ফেলবে চোখের জল, পাশেতে বসিয়া। হারাবে প্রথম বাবা-মায়ের দেয়া, অস্তিত্বের নাম “লাশ” হয়ে থাকবে শুয়ে, মুছে যাবে স্বনাম। বংশ গোত্র সকল পরিচয়, সকল পদমযার্দা সব কিছুই বিলীন হবে, ছিলো যা দুনিয়ায় সর্বদা। অনেক লোকের সমাবেশ ঘটবে, সামনে রাখবে লাশ জানাযা শেষে কাঁধে তুলে, বিদায় করবে নিবাস। আত্মীয় স্বজন প্রতিবেশি যারাই পাবে খবর নিবাস থেকে রওনা দিবে, দিতে লাশের কবর। বাবা-মা জীবন-সঙ্গী সন্তান বন্ধু-বান্ধব বিত্ত চিত্ত সবই হারাবে, এটাই অতি বাস্তব। দাফন শেষে অস্তিত্ব…