-
ভালবাসা রঙ বদলায়, কিছু লিখব
ভালবাসা রঙ বদলায় জিন্না আরা রোজী যদি একদিন আমার খোঁপায় ফুল গুঁজে দিয়ে বলতেচল না বৃষ্টিতে ভিজি দু’জন মিলে,বৃষ্টিতে ভিজে যতটা না সুখ অনুভব করতামতার চেয়ে বেশী সুখ পেতাম তোমার এই চাওয়াতে। গোধুলির লগ্নে আমার হাত দু’টি ধরে যদি বলতেচল না নদীর পাড়ে বসে গল্পের ডালি সাজাই দু’জনেআমার হাত ধরাতে যতটা না খুশী হতামতার চেয়ে আরো অধিক খুশী হতাম তোমার আবেগ দেখে। সকালের শিশির ভেজা ঘাসের উপরএকসাথে যদি কিছুটা পথ হাঁটতে বলতেশিশিরে আমার পা যতটা না ভিজতোএর চেয়ে অনেকটা বেশী আমার মন ভিজতো তোমার ভালবাসায়। সুতির গোলাপি রঙের একটা শাড়ি এনেসাথে সদ্য ফোটা গোলাপ ফুলের মুকুট পরিয়ে যদি…