• কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    কারও পথের দূরত্বে

    কারও পথের দূরত্বে ফজলুল হক   পুরোনো গলি নিষিদ্ধ প্রহরের প্রতিধ্বনি ধ্রুপদী প্রেম ও নিটোল ভালোবাসার নিঃশ্বাসে বিরহের গন্ধ, শেওলাবৃত নেই আর চলাচলের পথটি। চারিদিকে চেনা চেনা ঘ্রাণ প্রেমিকা বাতাসে ভেসে আসে সুখ-আনন্দের গুঞ্জন, যে রকম ঘ্রাণে ঠোঁটে জলমেখে প্রথম চোখ তুলে দেখেছিলাম তোমাকে। বদলে গেছে অবয়ব জীবনের চারিধার ব্যর্থ প্রণয়ের আগুনে পুড়ে গেছে গোপন ইচ্ছেরা, নিজেকে বদলাতে পারিনি এতোটুকুও কালান্তরে বদলে গেছো তুমি।     কী লিখবো কবিতায়? নেই কোনো নতুন কথা, না আছে জীবন-সঙ্গীতের হিল্লোলিত সুর-ছন্দ, উত্তাল নদী হয়ে ভেঙেছো হৃদয়ের সবুজ পাড়। প্রেম-বিরহি মেঘ কষ্ট-বৃষ্টিতে এখনও ভিজে যায় পোড়া দু’টো চোখ, আজও পথিক-প্রহরে ফুলেরা শোনায় করুণ আর্তনাদ!…

  • কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    কারও পথের দূরত্বে

    কারও পথের দূরত্বে ফজলুল হক   পুরোনো গলিনিষিদ্ধ প্রহরের প্রতিধ্বনিধ্রুপদী প্রেম ও নিটোল ভালোবাসার নিঃশ্বাসে বিরহের গন্ধ,শেওলাবৃত নেই আর পারাপারের ঘাটটি।চারিদিকে চেনা চেনা ঘ্রাণপ্রেমিকা বাতাসে ভেসে আসে সুখ-আনন্দের গুঞ্জন,যে রকম ঘ্রাণে ঠোঁটে জলমেখেপ্রথম চোখ তুলে দেখেছিলাম তোমাকে।বদলে গেছে অবয়ব জীবনের চারিধারব্যর্থ প্রণয়ের আগুনে পুড়ে গেছে গোপন ইচ্ছেরা,নিজেকে বদলাতে পারিনি এতোটুকুওকালান্তরে বদলে গেছো তুমি।   কী লিখবো কবিতায়?নেই কোনো নতুন কথা,না আছেজীবন-সঙ্গীতের হিল্লোলিত সুর-ছন্দ,উত্তাল নদী হয়ে ভেঙেছো হৃদয়ের সবুজ পাড়।প্রেম-বিরহি মেঘকষ্ট-বৃষ্টিতে এখনও ভিজে যায় পোড়া দু’টো চোখ,আজও পথিক-প্রহরে ফুলেরা শোনায় করুণ আর্তনাদ!কাকে যে শোনাবো ব্যথাময় জীবন-উপাখ্যান!রাতের নির্জনতা কে?সেতো ক্লান্ত মুক্তির প্রসব ব্যথায়।   প্রেমিকা মন তোমারবেশতো আছো জীবন-দিঘির পাড়ে,প্রেম-স্পর্শ খোঁজো প্রতিদিনপ্রেমিক-শরীরের…

error: Content is protected !!