-
কবে আমার হবি, বর্ষার পরশে দুজন
কবে আমার হবি জিন্নাত আরা রোজী দিন গড়িয়ে মাস গেল, বছর শেষে যুগ পেরুল, আর কিছুদিন পরে হবে অর্ধশতাব্দী; তোর সাথে প্রথম দেখা, প্রথম পরিচয় তোরই আঙিনায়। সেই মুহুর্ত ভুলেই গেছিস বোধহয়! তুই তো আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা… তুই না হয় বেশ কিছু দিন অন্য কারো ছিলি! নিকষ আঁধারের সাথে খেলে খেলে সেই তো এলি আমার দুয়ারে, তুই কবে হবি আমার? তোকে নিয়ে কত্ত ভাবি! তুই আমার অনন্তকালের সাথী. ঝুমঝুম বৃষ্টি মুখরিত সকাল, গোধুলি লগনের পড়ন্ত বিকেল, মায়াবতী সাঁঝের বাতি, মধ্যরাতে কবিতা পড়ার সাথী; তোর জন্য নিতে পারিনি উচ্চশিক্ষা, সব চাওয়া-পাওয়া, আনন্দ দিয়েছি দূরে ঠেলে; তোর জন্য আমি…