-
অনন্ত, হয়ে গেল, বাঁকা দুটি আঁখি, কবি ও কবিতা
অনন্ত খোন্দকার আমিনুজ্জামান এক পলক দেখেছিলাম যারে সেই ঝলক উঁকি মারে বারে বারে। পলক ঝলকেই সেই স্নিগ্ধ হাতছানি হৃদয়ে এঁকে চলে অনন্য ছবিখানি আমি বিমোহিত হয়ে খুঁজি তারে। পূর্ণিমা আসে মাসে বর্ষা বর্ষে আসে তুমি এলে সারাটাক্ষণ থাকবো পাশে। শীত যায় আসে বসন্ত শরৎ হেমন্ত তোমাকে এঁকেছি হৃদয়ে তুমি তাই অনন্ত আমি বুক ভরা আশা নিয়ে খুঁজে ফিরি তারে। আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা- শরৎ স্বপ্ন সরসা শিউলি সুবাস দেশের মাটি হয়ে গেল দেখা হলো কথা হলো কী থেকে কী হয়ে গেল মধুর কাঁপন উঠিলো এক নবীনা আমার দিকে চেয়ে মিষ্টি হেসে দিলো আমার পরান কাড়িলো। শিহরিত হই…