-
কবির ভালোবাসা, তোমাকে ভালোবেসে, বসন্ত কোকিল
কবির ভালোবাসা কে এম আশরাফুল ইসলাম এই কবি আঁকে ছবি সকল সৃজন, হয় রবি সমতায় গড়িতে ভুবন! ভালোবাসে তাই হাসে সকলের প্রাণ, নাহি নাশে কারো সুখ হানিয়া তুফান। এই ধরা মনোহরা প্রশান্তির নিবাস, যায় গড়া নিরিবিলি করিতে আবাস। ভাবে কবি করে দাবি নিখিলের প্রাণ, সেই ছবি পৃথ্বী দেহ আপনার সমান। চায় সুখ নহে দুখ কভু কারো তরে, এতটুক অবহেলা কোনো অনাদরে। হিরোশিমা প্রিয়তমা নাগাসাকির বুকে, তিলোত্তমা করে তারে মরমে রাখে। রণাঙ্গন অপনয়ন কভু কাম্য নয়, কবি মন সুখ পাখি শান্তির কথা কয়। যত সৃজন তাহার নয়ন হাতছানি দেয়, অতি আপন আপনার ভেবে আপন করে নেয়! আরও পড়ুন কে এম…