-
চোখের ইশারায়, কদম ফুলের হাসি, সাত দিন, পরান-পাখি
চোখের ইশারায় খোন্দকার আমিনুজ্জামান হঠাৎ বৃষ্টি দারুণ সৃষ্টি বন্ধু ভিজে যায় হৃদয় আমার ছবি আঁকে চোখের ইশারায়। চমকে চমকিত হই পুলকে আচ্ছাদিত চিত্ত নৃত্য করে ওঠে চলে অবিরত ভিজে ভিজে বন্ধু এ কোন আলো ছড়ায়? এ যে আগুনের জলছাপ হৃদয় উথলিয়া ওঠে কিছুতেই থামে না উত্তাপ। ঝর-ঝর-ঝরছে বৃষ্টি সে তো থামছে না বন্ধুকে লাগছে দারুণ মিষ্টি মন তো মানছে না ভিজে ভিজে প্রিয় এ কোন আগুন ছড়ায়। আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা- মানবিকতা অপেক্ষা সাদা মন কদম ফুলে হাসি বাদল বসন্তে হৃদ আকাশে দোলা দেয় গো কদম ফুলের হাসি বন্ধুর বাড়ির কদম ফুল আমি কতো ভালোবাসি। বন্ধুর বাড়ির…