• কত-শত-বিল
    কবিতা,  মযলুম মুসাফির,  সাহিত্য

    কত শত বিল

    কত শত বিল মযলুম মুসাফির   ব্যস্ত শহরে কঠোর কহরে যদি বসি নিরজনে গাজনা বিলের যত আছে মাঠ ভেসে ওঠে আঁখি কোণে। কালিদহে কোন কালি দেখি নাই দেখেছি বানের পানি, হাতিগাড়ার ঐ হাতি ইতিহাস কতটুকু বল জানি? বাঁশতালুকেতে আগাছা বোঝাই বাঁশ নাই সেথা কোন, পদ্মবিলের পদ্মের কথা দাদার মুখেই শোন। জেলেপথে আজ ধান ও পেঁয়াজ মাছ ধরে নাকো জেলে, মনের কোনায় সুখ খুঁজে পাই আজও সেথায় গেলে। মুন্সিডাঙ্গিতে কত খেলিয়াছি গরু খেতো মাঠে চড়ে, হইচই করে মেতেছি খেলায় সারাটি দিবস ভরে। বিন্নিডাঙ্গিতে দাদি শুয়ে আছে গেছি কত একা একা, অনেক বছর হয়নি কো আর দাদির কবর দেখা। ডহার বিলের শেষ…

error: Content is protected !!