-
তোমরাই সফল, এ কোন পৃথিবী
তোমরাই সফল জিন্নাত আরা রোজী হে তরুণ, তোমাদের স্বপ্নের মেঘ ভেসে বেড়ায়!সেই স্বপ্নকে কাজে লাগাও,তোমরা কঠোর হাতে ধরতে পারবে এ দেশের হাল।তোমাদের আছে শক্তি, সাহস, দৃঢ় মনোবল,আছে শ্যামল সবুজে ভরা স্বাধীন বাংলাদেশ ;তোমরা আগামীর কর্ণধার,তোমাদের দমিয়ে রাখবে এমন সাধ্য আছে কার? তোমরা এদেশের হাতিয়ার,দেশ গড়ার প্রত্যয়ে তোমরা অনড়,শৃঙ্খল ভেঙ্গে হয়ে উঠো সুতীক্ষ্ণ হাতিয়ার।তোমাদের রক্তাক্ত প্রতিবাদে রাজনীতিরময়দান হয়েছে সফল,তোমাদের আলোয় আলোকিত এদেশ,তোমাদের হাসিতে হাসে যেন এ দেশ। তোমরা মায়ের কোলের সাহসী সূর্য সন্তান,তোমরা বাবার আদর্শের অমলিন হাসি,কৃষকের শস্যপূর্ণ ফসলের মাঠ।তাই মোহময় চশমায় ঢেকে রেখো না দু-চোখ ;চারিদিকে বিলিয়ে দাও তোমাদের অর্জনের খতিয়ান।তোমরা মুখ থুবরে পড়লে চলবে না এদেশ,তোমাদের স্বপ্নের সূচনায়…