-
একমুঠো রৌদ্র, নতুন কুঁড়ি
একমুঠো রৌদ্র মো: হাতেম আলী আমিও না হয় হারিয়ে যাবো আকাশে লুকিয়ে থাকা তারাদের মাঝে। মনে পড়ে যদি দেখে নিও মেঘের আড়াল হতে লজ্জাবতী’র নুইয়ে পড়া পাতার খাঁজে। দেখে নিও দুচোখ ভরে সাঁঝের বাতি জ্বেলে অন্ধকারে হাতরে ফিরো এক নরম হাতের পরশ পেতে। জোৎস্নার পরশ হয়তো পাবো না কোনদিনই কারণ, এক খন্ড কালো মেঘ জমে আছে আমার আকাশ জুড়ে। মনের জমিন চষে বেড়িয়েছি জীবনভর কিন্তু আমি যে এক অসহায় বর্গা চাষী। মালিকের ভাগ বুঝে দিয়ে আমি এক শূন্য মুসাফির কষ্টগুলো নেই কুড়ে, আবার স্বপ্ন বুনি একমুঠো রৌদ্র পাবো বলে। বীজতলা ভরে আছে আগাছায়, ক্ষুদার্থ কীটপতঙ্গ খেয়ে নিচ্ছে চারাগাছ প্রাণপণ…