-
নীরবতার খোলস ভেঙে, উন্মুক্ত হলো বৃত্তাবদ্ধতা
নীরবতার খোলস ভেঙে ফজলুল হক ভাবনার অভিপ্রায়ে মনের গহীনে বড্ড খচখচে ব্যথা অনুভূত হয় থেমে থেমে বহ্নিশিখার মতো জ্বলে সেতো অহর্নিশ। আমি জীবিতও নই,মৃতও নই ডুবেডুবে ভেসে থাকা প্রাণহীন এক প্রাণ তবুও আমায় উঠালে চিতায়! আমি নিষ্পাপ নই,অপরাধীও নই লুণ্ঠিত তোমার মন আমার হৃদয়ের ছোঁয়ায়,এটুকুই অপরাধ! তাইতো আজ বিচারের মুখোমুখি। চেয়ে দেখো সেই স্বপ্নপথ,স্বপ্নের সিঁড়ি বেয়ে স্মিতহাস্য স্বপ্নেরা আজ কতো মলিন দ্বিধা আর দ্বন্দ্বে, তবু যেনো ওষ্ঠের কাছাকাছি স্বপ্নের কপোল শুধুই অপেক্ষা ছুঁয়ে যাওয়ার। আমি কিশোর নই,বৃদ্ধও নই যৌবনের বেড়াজাল ছিন্ন করা এক অভিযাত্রী, জোয়ারের বিপরীতে যার এখনও অবাধ সাঁতার হাজারো জরা-যন্ত্রণায় এখনও যে সতেজপ্রাণ, তবুও মনের আঙিনায় খটখটে…