-
আহ্বান
আহ্বান মো. রমজান আলী খাঁন যাবে বন্ধু যাবে মোর সাথে আমার মামার বাড়ি? এমন যায়গায় যাব যেথায় চলে না কোনো গাড়ি। তুমি গেলে সাজাব নৌকা ছই ঘিরব শাড়ি দিয়ে, ছইয়ের ভিতরে মামার বাড়িতে যাব মাকে নিয়ে। মামার বাড়ি শারীরভিটা দক্ষিণে গাজনার বিল, গেলে সেথায় দেখবে উড়ছে শত শত বক-চিল। গাজনার বিলে দেখতে পাবে হাজার রঙের পাখি, সারা বিলে মাছ ধরে খায় ডানাতে ভর রাখি। আমার মামা শারীরভিটার কাজি বংশের ছেলে, কি সমাদর করে মামা দেখবে সেথায় গেলে। মামার বাড়িতে গিয়ে খাব গাজনার বিলের কই, নানির হাতের পায়েস খাব মোয়া-মুড়ি-দই। তুমি গেলে দেখবে সেথায় শেওলার ফাঁকে ফাঁকে, রুই কাতলা চিতল…