-
বারবার ফিরে আসি, আহবান
বারবার ফিরে আসি পথিক জামান অত সুখ নাই যত সুখ তুমি আশা করো এইখানে বাহারি বাড়ির রঙিন স্বপ্ন মরীচিকা হয়ে টানে। লাল নীল বাড়ি বড়বড় ঘর শত শত রাঙা পথ, বুকে হাত রেখে বলো তুমি আজ কতটুকু আছো সৎ। কিন্তু আমার গ্রামের চাষা? এতটুকু বলি শোন, জড়াজড়ি করে মিলেমিশে থাকে হিংসা রাখে না কোনো। তথায় আমার জীর্ণ কুটীর শীর্ণ শরীর মা, সেইতো আমার লালিত স্বপ্ন সাধের সবুজ গাঁ। আমার বাড়ির লাগোয়া পালানে কত শত ফুল ফোটে, সকাল সন্ধ্যা দলে দলে অলি মধু আহরণে জোটে। রোদে ঝিলমিল রূপালী শিশির আর শিশুদের হাসি, এসব দেখতে নীরবে নিভৃতে বারবার ফিরে আসি। বিলের…
-
আহবান
আহবান রমজান আলী খাঁন যাবে বন্ধু যাবে মোর সাথে আমার মামার বাড়ি? এমন যায়গায় যাবো যেথায় চলেনা কোনো গাড়ি। তুমি গেলে সাজাবো নৌকা ছই ঘিরবো শাড়ী দিয়ে, ছইয়ের ভিতরে মামার বাড়িতে যাবো মাকে নিয়ে। মামার বাড়ি শারীরভিটা দক্ষিণে গাজনার বিল, গেলে সেথায় দেখবে উড়ছে শত শত বক-চিল। গাজনার বিলে দেখতে পাবে হাজার রঙের পাখি, সারা বিলে মাছ ধরে খায় ডানাতে ভর রাখি। আমার মামা শারীরভিটার কাজী বংশের ছেলে, কি সমাদর করে মামা দেখবে সেথায় গেলে। মামার বাড়িতে গিয়ে খাবো গাজনার বিলের কই, নানির হাতের পায়েস খাবো মোয়া মুড়ি দই। তুমি গেলে দেখবে সেথায়…