-
আষাঢ় শ্রাবণ, জ্যোৎস্না, তুমি ছাড়া, ভরে যায় মন
আষাঢ় শ্রাবণ খোন্দকার আমিনুজ্জামান আষাঢ় শ্রাবণ প্রকৃতিতে প্রাণের নতুন স্পন্দন বাদল বসন্তে অন্তরে তার আহা কতো নন্দন। প্রকৃতির সন্তানেরা এখন বাধাহীন উচ্ছ্বল আনন্দে মেঘ বৃষ্টি রোদের সাথে ওরা খেলছে গো মহানন্দে দেখে দেখে উন্মনা হয়ে যায় মন। প্রকৃতি হাসলে চলে আসে হাসি প্রকৃতিকে আমি হার্দিক ভালোবাসি প্রকৃতিতে ডুবে মন পকেটে আমি মুগ্ধতা করি আহরণ। আষাঢ় শ্রাবণ প্রকৃতির নতুন আবাহন ও তার রঞ্জনে ভরে যায় মন মনন প্রকৃতির সাথে এ এক অমর বন্ধন। আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা- ভালোবাসার গ্রাম হৃদয় ভেঙে যায় কবি ও কবিতা দেশের মাটি জ্যোৎস্না এই মন বার বার ছুটে যায় গ্রাম বাংলায় সেথায়…