-
আলো আঁধার, আলোর যাত্রী
আলো আঁধার মো. হাতেম আলী আলোর বিপরীতে ছায়া যেমন চলে আলোর সাথে, ছায়ার বিপরীত আলো তেমন হারায় আঁধার রাতে। মুখোশের আড়ালে দানবের মেলা আলো-আঁধারে লুকোচুরি খেলা- লোভে পাপে মন হয়েছে দূষণ স্বার্থের অভিঘাতে, মিষ্টি কথায় রাঙিয়ে এ হৃদয় ছুরি চালায় পিঠে! দীক্ষার আলোয় দীক্ষিত হও বিকশিত কর জ্ঞান, আঁধার ঘরেতেও জ্বলবে প্রদীপ আলোকিত হলে মন। শিক্ষা যদি হয় মানব কল্যাণে বদলে যাবে এই জীবনের মানে- এসো হে নবীন মানবতার তরে জ্ঞান করি আহরণ, গড়তে হবে আঁধার তাড়ায়ে আলোকিত ভূবন…। আরও পড়ুন মো: হাতেম আলীর কবিতা- একুশ মানেই স্বাধীনতা ভালো থাকিস মা শূন্যতা আলোর যাত্রী অভূক্তপ্রাণ- মরছে ধুকে, বন্দীদশা…