-
তোমার একফোঁটা জলে, আমার মৃত্যু
তোমার একফোঁটা জলে নাজমুল হাসান তোমার একফোঁটা জলে বন্যা হতে পারে পিঁপড়ার নীড়ে তোমার একফোঁটা জলের নোনতা ক্ষারতায় ভস্ম হতে পারে পতঙ্গের শরীর, তবু কেন মিছে মায়ায় উন্মুক্ত করো বারি অবমুক্ত চোখের সুখ আর ভেজাও বক্ষস্থল। আমাকে তোমার ভালোবাসার কাছে হারিয়ে আজ কেন? খুঁজে ফের হন্য হয়ে মুছে ফেলা স্মৃতি। আমার বিরহে কেন করো নোনাজলে মুক্তার চাষ? আমার কষ্ট যখন ছিল পিঁপড়ার খাদ্য; তখন খুব করে চেয়েছি তোমার চোখের জলে প্লাবিত করো সেই পিঁপড়ার ঘর যারা কুড়ে কুড়ে খাচ্ছে আমার অস্থিমজ্জা আর কষ্টের আবাস্থল। তুমিহীন চলছি ভবঘুরে জনস্রোতের উটকো গন্ধে ক্লান্তজনিত ঘর্মক্ত দেহে ফিরেছি নীড়ে। কারণ সেখানে অপেক্ষা করে বন্ধ…