-
আমার কি আর সাধ্য আছে
আমার কি আর সাধ্য আছে জাহাঙ্গীর পানু আমার কি আর সাধ্য আছে। রৌদ্র ফাটা ভর দুপুরে, রাঙা মেঠো পথ মাড়িয়ে, ধুলো মাখা নগ্ন পায়ে ; তোমার কাছে যাবার। আমার কি আর সাধ্য আছে। পুকুর ধারে সব অলক্ষ্যে; স্বচ্ছ কালো দীঘির জলে, এক নিমিষে ডুবটি দিয়ে ভোমরা এনে দেবার। আমার কি আর সাধ্য আছে। হিরক রাজার শাসন দেখে, চুরির আজব নিয়ম দেখে, আমি অধম প্রজা হয়ে দাঁত কেলিয়ে হাঁসার। আমার কি আর সাধ্য আছে। দুঃশাসনের চিপায় থেকে, অধিকারের ছবক দিয়ে, আমার ভোট আমি দেবো এমন কথা বলার। আমার কি আর সাধ্য আছে। তোমায় নিয়ে আপন মনে,…